
২৩ নভেম্বর ২০২৪, শনিবার সকাল ১০ টায় ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ এর উদ্যোগে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে।
হৃদয়ে পতাকা ২ মার্চ’র সভাপতি লেখক ও কবি শাহানা সুলতানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেএসডি’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম ফজলুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাসদ জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হৃদয়ে পতাকা ২ মার্চ’র প্রধান উপদেষ্টা এস এম সামসুল আলম নিক্সন।
এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিয়া।
মন্তব্য করুন