
সংবিধান, সমাজ ও রাষ্ট্র কাঠামো বদলানোর সংগ্রামে। দেশের প্রথম রাজনৈতিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব পরিষদ এর সংগ্রামী সভাপতি ও সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি’র নির্বাচিত সভাপতি, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলক, জাতীয় বীর, জননেতা আ স ম আবদুর রব এর আস্থাভাজন।
ফ্যাসিবাদ হাসিনা সরকার হটাও, একদফা আন্দোলনের আপোষহীন যোদ্ধা এস. এম. সামছুল আলম নিক্সন এর রাজপথে আন্দোলন, লড়াই ও সংগ্রামে ৩ যুগ পূর্ণ হওয়ায়। ২৮ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায়, ধানমন্ডির ঝিগাতলা বাস স্ট্যান্ড প্লাটিনাম ক্লাবে গল্প আড্ডা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেছেন, হৃদয়ে পতাকা ২ মার্চ। আয়োজক কমিটির সভাপতি, কবি সাহানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের রাজপথে অগ্নি কন্যা জেএসডি’র সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশটা আমাদের সকলের।
তাই চলমান রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আগামীর সরকার হবে জনগনের সরকার। আমাদের ও আমাদের ও ছাত্রদের অর্জনকে ধরে রাখতে সকলকে ঐকবদ্ধ থাকাত হবে।
মঞ্জুর মোর্শেদ ঈসার সঞ্চালনায় ও জাহাঙ্গীর আলম এর তত্বাবধানে, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড.নাঈমা খানম, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু, নারী নেত্রী ফারজানা দীবা, বিশিষ্ট আইনজীবী লেখক ও কবি শিমুল পারভীন, সাংবাদিক নেতা জালাল উদ্দীন জুয়েল, RHB NEWS এর উপদেষ্ঠা সম্পাদক রোমান চৌধুরী, যুবনেতা সাম্য শাহ্, সাংবাদিক ও যুবনেতা মাহফুজ আলম জাহিদ, শিশু সংগঠক জামাল শিকদার, কবি মুক্তা পারভীন, ৯০’র বন্ধু অংকন,যুবনেতা আবু মুসা, মো. আল ফয়সাল, খাজা শহীদুল্লাহ সহ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সমাজের স্বনামধন্য, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। মুন নেসা, সৈয়দা শারমিন সুলতানা মিলি। উপস্থিত ছিলেন সমাজের স্বনামধন্য, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
যুব নেতা নিক্সন বলেন। বাংলাদেশ ও দেশের পতাকা আমাদের গর্ব, সম্মান ও অস্তিত্ব।
রাষ্ট্র অপ্রয়োজনীয় অনেক দিবস পাল করেন। কিন্তু বিশ্বব্যাপী আমাদের দেশের পরিচয়, সম্মান, মর্যাদা বহন করে যে পতাকাটি। তার কোন দিবস রাষ্ট্র পালন করেনা। যে পতাকা সৃষ্টি ও উত্তোলন না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম কি না, তা আমার সন্দেহ ?
তাই ২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসাবে রাষ্ট্রের কাছে স্বীকৃতির দাবী জানান।
মন্তব্য করুন