কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যো দিয়ে বিশ্ব শান্তি কল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে পমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী মদনমোহন মন্দির সেবাশ্রম, যুব কমিটি ও পূজা উদযাপন কমিটির আয়োজনে সোমবার বেলা ১২ টায় শ্রী মদনমোহন মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরে এসে সিলেট, ফেনীসহ দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যা দূর্গত মানুষের জন্য প্রার্থনা করা হয।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি টুটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, চিংগুড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি এ্যাড. নাথুরাম ভৌমিক, যুবনেতা দেবাশীষ কালা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।