
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছিল ‘জুলিও কুরি’ শান্তিপদক। সেই পদক প্রাপ্তির ৫০ তম বার্ষিকী আগামী ২৩ মে।
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার (১৭ মে) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, বিএমএ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন ও স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দও, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, অধ্যাপক অবিনাশ আচার্য, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর, জাইকার উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর নিশিথ বরন রায়, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী ও জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় ওইদিন চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, উপজেলা পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ^ শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় শোষিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ^শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নাম ঘোষণা করেন। বিশে^র ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তিপদক প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ^ শান্তি পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি’ শান্তিপদক প্রদান করেন। সে অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু’। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার এটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান।
মন্তব্য করুন