
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখায় ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।
শুক্রবার (১০ মে) সকাল ৫ টা ৪৫ এ গলাচিপা আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের চার আনি বাউরিয়া আবাসন থেকে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা একেএম আজমল হুদার নেতৃত্বে মাদক উদ্ধার অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ) সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স ২ জন কে (৫০০+১০০)=৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ আটক করে। চারানি বাউরিয়া আবাসন ০৯নং ওয়ার্ড এর মোঃ আলতাফ মোল্লার ছেলে মোঃ শফিকুল ইসলাম(২৬) এবং মুশুরীকাঠি ০৭নং ওয়ার্ডের মোঃ খলিল হাওলাদারের ছেলে মোঃ ফরিদ হাওলাদার(২৬)। তাদের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন