দিনাজপুরের হিলিতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ ভাগ ভর্তূকীতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৫মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে ৩৯ লাখ টাকা মূল্যের একটি হার্ভেষ্টার মেশিন ( ধান কাটার মেশিন) কৃষক রায়হান হোসেনের কাছে হন্তান্তর করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম। এ সময় উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, হার্ভেষ্টার মেশিনের মূল্য ৪০ লাখ টাকা। যার ৫০ ভাগ টাকা ভর্তূকী দিয়েছেন সরকার। বাকি ৫০ ভাগ টাকা ভর্তূকী দিয়েছেন কৃষক রায়হান হোসেন।