
নওগাঁর আত্রাইয়ে ৩ গ্রুপে আলাদা আলাদা স্থানে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মতিথি উদযাপন করেছেন।
সেপ্টেম্বর (৬ বুধবার) সকালে ধর্মীয় আলোচনা সভা শেষে উপজেলা সকল সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের করে। অপরদিকে সাবরেজিষ্ট্রী অফিস বাজার সংলগ্ন স্থান হতে শ্রী শ্রী গীতা সংঘের ব্যানারে এবং বুড়িমাতলা কলেজপাড়া কালি মন্দির হতে উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে মঙ্গল শোভাযাত্রা বের করে।
প্রধান অতিথি হিসাবে ৩ অনুষ্ঠানের ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা, পুজা উদযাপন পরিষদ সভাপতি বরুন কুমার সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক রনজিত কুমার পাল, গীতা সংঘ সাধারন সম্পাদক সুব্রত মোহন কুন্ডু প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে স্বস্ব স্থানে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ দেওয়া হয়।
মন্তব্য করুন