
রাজশাহীর বাগমারায় বিয়ের চারদিনের মাথায় স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্ত্রী। নিহত যুবক বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের রফিকুলের ছেলে আব্দুর রাজ্জাক (৩০)। গত সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে আটক করে। আটক নববধূ শাপলা খাতুন (১৮) মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের শুকুরদীর মেয়ে।
বাগমারা থানার এসআই সুব্রত এ তথ্য নিশ্চিত করে জানান, রাজ্জাক পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। এর আগেও তার বিয়ে হয়েছিল। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় শুক্রবার (২৫ আগস্ট) পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে তার বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল। সোমবার দিনগত রাতে স্বামীকে বালিশচাপায় হত্যার পর ঘরেই ছিলেন শাপলা খাতুন। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেয়।
এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে। সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুপুরে আটক শাপলাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শাপলা খাতুন একেকবার একেক কথা বলছেন। তিনি কখনো বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন। বিষয়টি আরো তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন