
শুক্রবার বাংলাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির প্রথম দিনই বাংলাদেশের দর্শকদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিলেন সালমান। সামাজিক মাধ্যমে এ বার্তা দিয়েছেন সালমান। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, কিসি কা ভাই কিসি কি জান” সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন–নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।
ভাইজানের ওই পোস্টের মন্তব্যের ঘরে মৌমাছির মতো ভিড় করেছেন নেটিজেনরা। এর বড় একটি অংশ বাংলাদেশি। মন্তব্যের ঘরে তাদের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। শুভেচ্ছা বার্তাটি সালমান ট্যাগ করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক–প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস থেকে নির্মিত। প্রায় দেড়শ কোটি বাজেটে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জগপতি বাবু প্রমুখ।এর আগে ১২ মে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। যদিও ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি। প্রথম দিনে ঘরে তোলে ২৫ লাখ টাকা। এটি আমদানি করে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
মন্তব্য করুন