
নওগাঁর ছোট যমুনা নদীতে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নওগাঁর ছোট যমুনা নদীতে সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার সকাল ১১টায় লস্করপুরের বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সুফিয়া বেগম সুলতানপুর জেলেপাড়া এলাকার মোজাফর রহমান এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,ছুফিয়া বেগম রবিবার সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে লস্করপুর এলাকায় ছোট যমুনা নদীর তীরে স্থানীয়রা একটি ভাসমান মরদেহ দেখতে পায়। পরিবারের লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক ভাবে তারা থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান পরিবারের বরাত দিয়ে বলেন, নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন