ঈদ উল ফিতরের দীর্ঘ পাঁচদিনের ছুটি শেষে আজ (২৪ এপ্রিল) সোমবার খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

স্বাভাবিক অফিসের সময়সূচি ধরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এবছর শবে কদরের ছুটিসহ গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকরীজীবীরা।

শনিবার (২২ এপ্রিল) দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে গত ১৯ এপ্রিল থেকে টানা ছুটি কাটিয়ে সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ কার্যালয়ে যোগ দিচ্ছেন আজ রবিবার।

ইতিমধ্যে পরিবারসহ রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদে গ্রামে ও জেলা শহরে যাওয়া মানুষজন। বাস, ট্রেন ও লঞ্চে স্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে।