
নওগাঁর বদলগাঁছীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ৭ জন উপকারভোগী মহিলার মাঝে সেলাই মেশিন প্রদান, ৯ জন দূরোগ্য ব্যাধী ক্যান্সার রোগীর মাঝে ৫০হাজার টাকা করে চেক বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ জন মহিলার মাঝে ১২ হাজার টাকা করে চেক বিতরন করা হয়।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহমেদের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর আরও উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বদলগাছী মোসাঃ আতিয়া খাতুন,বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আতিয়ার রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্চারী বৃন্দ।
মন্তব্য করুন