
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, বরগুনার তালতলীতে বিভিন্ন সময় সাগরে নিখোঁজ ও নিহত পরিবারদের, এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। শুক্রবার( সকাল ১১টায়)উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,ও যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলার বিভিন্ন এতিম শিশুদের মাঝে, ঈদের পোষাক বিতাড়ন করেন।এ সময় নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিশুগুলো। সবশেষে তাদের আসা-যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয়।এ ছাড়া বিভিন্ন পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতাড়ন করা হয়েছে। সোনাকাটা ইউনিয়নের শাজাহান মোল্লা বলেন, মোর পোলা নাসির মোল্লা সাগরে নিখোঁজ হওয়ার কয় কয়েক মাস পর, ছোট দুই নাতি থুইয়া বউমা নিকাহ বসে।এতিম শিশুদের দেখাশোনা মোরা বুড়া-বুড়ি করি।চিন্তায় আল্লহাম নতুন জামা লইয়া,মোর নাতি দুইডারে নতুন জামা দেছে লগে গাড়িভাড়া দেছে।মোরা খুব খুশি দোয়া করি আল্লাহ যেন তাদের দীর্ঘায়ু দান করে। সম্প্রতিক সাগরে ডাকাতের হামলায় নিহত হওয়া আ.হাই’ এর সন্তান ফরহাদ বলেন, আব্বা মারা যাওয়ার পর মনে করেছি এবার ঈদে মোগো কেউ নতুন জামা দেবেনা। মায় খালি নামাজ পরে কানতে।আল্লাহর রহমতে ইউএনও স্যার মোগো সবাইরে নতুন জামা দেছে।মোরা খুব খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন,নতুন পোষাক উপহার দেয়ার মধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং শিশুদের মুখে হাসি ফোটাতে সামান্য চেষ্টা করেছি মাত্র। আমার পাশাপাশি যুব রেডক্রিসেন্ট ও এতিম শিশুদের নতুন পোশাক বিতরণ করেছে। যুব রেড ক্রিসেন্ট এর তালতলী টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গরিব অসহায় ও এতিম শিশুদের সহযোগিতা করতে বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি। তালতলী যুব রিড ক্রিসেন্ট এর দলনেতা দেবাশীষ বলেন, শিশুদের মন ব্যাকুল থাকে নতুন পোষাকের জন্য তাই শিশুদের জন্য কিছু করতে পেড়ে খুব ভালো লাগছে।
মন্তব্য করুন