দিনাজপুরের খানসামা উপজেলায় উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ ও সাহিত্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার জমির উদ্দিন শাহ্ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতির স্মরণিকা প্রকাশ, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাহিত্য বৈঠক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যকরী সদস্য মাখন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, প্রধান আলোচক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিষিণ পরিমল, বিশেষ অতিথি আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, জমির উদ্দিন শাহ্ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান শাহ্ নিপুণ, উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক ডি এম মুজির, সাংগাঠনিক সম্পাদক অনন্য আমিনুল, প্রতিযোগিতার বিচারক প্রভাষক সাইদুল ইসলামসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।