
কলাপাড়ায় রয়েল ব্যাচ, ২০০০-এর উদ্যোগে প্রথম বিভাগ মন্ত্রীকাপ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনার ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক নুর-ই- কুতুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সালমা কবির প্রমুখ।
এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আরাফাত হার্ডওয়ার লালুয়া একাদশ ১-০ গোলে বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন