কলাপাড়ায় ৪ কেজি গাঁজা সহ রুবেল (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নের বিশকেনি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল আমতলী উপজেলার আবদুল মান্নানের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, রুবেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আমতলী থেকে স্কুল ব্যাগে করে এসব গাঁজা সে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার এক নারীর কাছে পাইকারি বিক্রীর জন্য নিয়ে আসছিলো। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে প্রেরন করা হয়েছে।