পাবনার চাটমোহরে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী এনামুল হক (১৯) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পাতাইলহাট পশ্চিমপাড়া (বেজপাড়া) থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এনামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, এনামুল হক মুলগ্রাম ইউনিয়নের পাতাইলহাট পশ্চিমপাড়া গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) মসিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।