পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার ৪৭০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরন করলেন সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় আবুল হোসেন গলাচিপা উপজেলার বাদুরা হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। পরে তিনি উত্তর আমখোলা মাধ্যমিক বিদ্যালয়, সুহরী মাধ্যমিক বিদ্যালয়, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা, উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ এবং দশমিনা উপজেলার আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, আরজবেগী মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও দশমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দুলাল চৌধুর, পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, গলাচিপা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ধলা, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মেলকার প্রমুখ।