জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান বলেছেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমেই আমরা সমাজের বিভিন্ন অসংগতির তথ্য জানতে পারি। এবং তা দূর করার চেষ্টা করি।’ আজ রবিবার সকালে রাঙ্গাবালী উপজেলা হলরুমে মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সরকারি ও এমপিও ভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গণনা ২০২২ প্রকল্পে ট্যাবলেট ও ট্যাব বিতরন অনুষ্ঠানে রাঙ্গাবালী উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের সমনে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব এ কথা বলেন। রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমী সুপারভাইজার অনাদি কুমার বাহাদুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে সহায়তা করুন।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, আরও উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী থানা অফিসার্স ইননচার্জ মোঃ নুরুল ইসলাম মজুুমদার,সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন,পটুুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান শিমুল,রাঙ্গাবালী উপজেলা ছাএলীগ সভাপতি আরিফুজ্জামান,ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সেকেটারী মোঃকামরুজ্জামান শিবলী,রাঙ্গাবালী শ্রমীক লীগের সভাপতি মোঃরওশন মৃধা ও বাবু তালুকদারসহ সকল আওয়ামীলীগের নেত্রীবৃৃন্দ।