
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসী। আজ শনিবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন গোপাল মোহন্ত, এনামুল হক, শহিদুল ইসলাম, বিএনপি নেতা সাহারুল ইসলাম সহ অন্যরা। বক্তারা বলেন এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাকিল আলম বুলবুল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূণ্য ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২৭ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য্য করা হলেও অনিবার্য কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।
বর্তমানে প্রায় ১০মাস যাবত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাড়াই চলছে। এতে নানা ধরণের দুর্ভোগের শিকার হচ্ছে এলাবাসী। তাই দ্রæত নির্বাচনের দাবী স্থানীয়দের।
মন্তব্য করুন