
উপকরনঃ
• গরুর মাংস- ১ কেজি
• বাসমতি চাল- ১/২ কেজি
• আদা বাটা- ২ টেবিল চামচ
• রসুন বাটা – ২ টেবিল চামচ
• পেঁয়াজ বাটা- ১/২ কাপ
• পেঁয়াজ কুচি- ১ কাপ
• টকদই- ১ টেবিল চামচ
• জিরার গুঁড়া – ২ চা চামচ
• গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
• লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
• গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
• জয়ফল গুঁড়া- ১/২ চা চামচ
• কাঁচা মরিচ – ৮-৯ টা
• এলাচ – ২ টা
• দারচিনি -২ টা
• লবঙ্গ – ২ টা
• তেজপাতা- ২ টা
• চিনি- ১ টেবিল চামচ
• দুধ – ১ কাপ
• তেল- ২/৩ কাপ
• ঘি – ৩ টেবিল চামচ
• লবন – ৩ চা চামচ বা স্বাদমত
• পানি – আনুমানিক ৩ কাপ
প্রণালীঃ
• মাংস ১ ইঞ্ছি আকারে ছোট টুকরা করে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
• এবার একটি পাত্রে মাংস নিয়ে টকদই, সব বাটা মসলা, গুঁড়া মসলা, ২ চা চামচ লবন, ও ৩ টা কাঁচামরিচ দিয়ে ভালভাবে মাখিয়ে ১ ঘন্টা মেরিনেট করে রাখুন।
• প্রেশার কুকারে তেল গরম করে আস্ত গরম মসলা ও পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন।
• পেঁয়াজ ভাজা হয়ে গেলে মেরিনেট করে রাখা গরুর মাংস দিয়ে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষান। তারপর ১/২ কাপ মত পানি দিন। পানি ফুটে উঠলে কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ১০-১২ মিনিট বা ৫-৬ টা হুইসেল আসা পর্যন্ত রান্না করুন।
• এবার প্রেশার কুকার নামিয়ে রেখে অন্য একটি বড় পাত্রে ৩ কাপ মত পানি ফুটাতে দিন। পানি ফুটে উঠলে তাতে ১ কাপ দুধ, ১ চা চামচ লবন , চিনি, ধুয়ে রাখা চাল ও বাকি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিন।
• চাল ৫০% মত রান্না হলে ঢাকনা খুলে উপরে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিন। এবার পাত্রের ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট পর আবার একবার নেড়ে দিয়ে ২৫/৩০ মিনিট খুব কম আঁচে দমে রেখে দিন। ঢাকনা দিয়ে যেন ভাপ চলে যেতে না পারে তাই ভাল করে ঢেকে দিবেন।
• রান্না হয়ে গেলে ঢাকনা খুলে সাবধানে মিশিয়ে নিয়ে পাত্রে ঢেলে নিন। উপরে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন তেহারি।
মন্তব্য করুন