বরিশালের গৌরনদী উপজেলার সিসিডিবি-সিপিআরপি’র আয়োজনে উপজেলার বিভিন্য ফোরামের সদস্যদের নিয়ে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য ক্ষুদ্র উদ্দ্যোক্তাদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিডিবি হলরুমে এক কর্মশালার অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে সদস্যদের মাঝে ব্লাক সোলজার ফ্লাই ও জীবামৃত এবং ঘন জীবামৃত অনুজীব সার উৎপাদন উপকরন বিতরন করা হয়।

সিসিডিবি গৌরনদীর এরিয়া ম্যানেজার সুদীপন খীসা’র সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ড: সুরভী আক্তার ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মেহেদী হাসান, সিসিডিবি-সিপিআরপি কর্মসূচী কর্মকর্তা উজ্জল রতœ । আগতিক কর্মকর্তা বৃন্দ নতুন উদ্ভাবিত এ বিষয়টি চাষীদের মাঝে সম্ভাবনার আলো দেখতে পান বলে জানান। এবং এ উদ্ভাবনটি উদ্দ্যোক্তাদের পরিবারে আয় বৃদ্ধি করবে এবং পরিবেশ বান্ধব চাষাবাদ হবে বলেও জানান। এলাকার সাধারন জনগন ও বিভিন্য সমাজ সংগঠকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।