মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মেহেন্দিগঞ্জ থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নজমুল হোসেন আকাশ স্যারের মৃত্যুতে সভাপতি পদ শূন্য হলে ২০২৫ -২০২৭ অর্থ বছরের জন্য দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে আক্তার হোসেন খোকন সভাপতি ও মনিরুল মোর্শেদ রবিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়াও কমিটিতে সঞ্জয় দেবনাথ কে সহ-সভাপতি,মাস্টার মনোয়ার রশীদ খানকে সহ-সাধারণ সম্পাদক, মাস্টার জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও কোষাধক্ষ্য হিসেবে সুজিত ঘোষ প্রচার সম্পাদক হিসেবে গাজী আক্তার হোসেন পলাশ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কমল চন্দ্র দাস, সদস্য মোহাম্মদ দুলাল বয়াতি ও মোঃ কবির হোসেন নির্বাচিত করা হয়েছে।

নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত এই সংগঠনটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো সংস্কৃতিক অঙ্গনে গুরুত্বের সাথে ভূমিকা পালন করে আসছে।

মেহেন্দিগঞ্জ থেকে হারিয়ে যাওয়া সাংস্কৃতিক কে আবারো সোনালী দিনে ফিরে আনতে সকলে সহযোগিতা কামনা করেন নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক।