
গাইবান্ধা জেলা শহরে যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের তেমন কোনো মঞ্চ ছিল না। জনগণের দীর্ঘদিনের দাবির মুখে আজ গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ গাইবান্ধায় ঘাঘট নদীর তীরে মুক্তমঞ্চ ‘মানব বন্ধন‘ উদ্বোধন করলেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যাতে প্রাকৃতিক পরিবেশে তাদের নানা ধরণের অনুষ্ঠান করতে পারেন সেজন্য জেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহন করেছে।
রবিবার বিকেলে গাইবান্ধার জেলা প্রশাসক অনাড়ম্বর আয়োজনে নতুন ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় স্থনীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহির ইমাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
জেলা প্রশাসক জানান, গাইবান্ধার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে মঞ্চ সংকট রয়েছে। এই মঞ্চটি নির্মিত হলে দর্শক শ্রোতারা ঘাঘট নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পাশে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তার এই অংশ হিসেবে মানব বন্ধন নামে এই মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ বলেন, গাইবান্ধার বিভিন্ন সেক্টরে উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে ঘাঘট শিশুপার্কের সংলগ্ন এলাকায় ২৬ফিট দৈর্ঘ্য প্রস্থের এই মঞ্চে সব ধরণের অনুষ্ঠান আয়োজনের সুযোগ সুবিধা থাকবে। এতে অন্তত ৫০০ মানুষ অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন