
নওগাঁর আত্রাইয়ে তিল চাষে ঝুঁকেছে এবারে কৃষক৷
তিল বাংলার ইতিহাস ঐতিহ্য-এর সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িত তিল।
কালের বিবর্তনে সেই গৌরব অনেকটাই ম্লান হয়ে যাচ্ছিল। কিন্তু গত দু’বছর তিলের দাম ভালো পাওয়ায় কৃষকরা আবারও তিল চাষে ঝুঁকেছেন।
কৃষি সম্প্রসারণ অফিসার বলেন, উন্নত জাতের তিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে চাষ হচ্ছে।
তিলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারীভাবে বিনামূল্যে তিলের বীজ ও সার বিতরণও করা হয়েছিল এবং আমদানি নির্ভরতা কমিয়ে বীজের প্রাপ্যতা সহজলভ্যকরণের জন্য বীজ উৎপাদনের বিশেষ প্রণোদনা
কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।
তিলের বীজ উৎপাদন কলাকৌশল নিয়ে কৃষকদের কে প্রশিক্ষণ প্রদান করাও হয়েছে।
এবারে আবহাওয়া উনকুলে থাকায় তিলের বাম্পার ফলননের সম্ভবনা রয়েছে তিলের গাছের চেহারা দেখে কৃষকের মনে আনন্দ ঝিলিক দিয়েছে৷
মন্তব্য করুন