নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় মৃত্যু চার জনের হয়েছে৷

নওগাঁর মহাদেবপুরে আজ ৫ জুন সোমবার ২০২৩ ট্রাকের ঢাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার জন যাত্রী নিহত হয়েছেন ও একজন গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

উপজেলার বাগাচাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগাচাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তবে এখনও কারও নাম পরিচয় পাওয়া যায়নি৷