পটুয়াখালীর মির্জাগঞ্জের সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন” মির্জাগঞ্জ উপজেলা কল‍্যান ফাউন্ডেশনের” আয়োজনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসহায় ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরন ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(২৫মার্চ) বিকেল চারটায় উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি হাইস্কুলে মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেম দ্বীন চতরা ওলামা মঞ্জিলের আলহাজ্ব হযরত মাওলানা এ.কে. এম মোতাহার হোসাইন(সুফি সাহেব হুজুর)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী শিক্ষক মুহাম্মাদ আবু সালেহ এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক মোঃ উজ্জ্বল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,‎সুবিদখালী সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল,সংগঠনের উপদেষ্টা সহকারী শিক্ষক মোঃ আবদুল হালিম, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান টুকু,কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল ইসলাম, মাওলানা মোঃ নেছার উদ্দিন, ইমাম ও খতিব মাওলানা মোঃ সামসুদোহা, দ্বীনীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আরিফ বিল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন শান্ত, যুগ্ন-সম্পাদক মোঃ শান্ত মৃধা, মোঃ নাইম হোসেন, আতিক সিকদার প্রমূখ।

উপজেলার ১০ টি মাদ্রাসার এতিম ও অসহায় ৫৩ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) প্রদান করা হয়।

উল্লেখ্য, সংগঠনের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ৭৩ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিনামূল্যে রক্তদান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনের এ কার্যক্রম আরো বেগবান হবে এ আশা করছি আপনাদের দোয়ায়।