দেশজুড়ে চব্বিশের জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে অসুস্থ মায়ের জন্য ঔষধ নিতে গিয়ে ঢাকার শনির আখড়ায় গুলিতে নিহত রিকশা চালক সৈকতের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার(২৮মার্চ)বিকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার ও নগদ অর্থ নিহত সৈকতের স্ত্রী-সন্তানের কাছে প্রদান করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

গুলিতে নিহত সৈকত চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা দুলাল মাষ্টার পুত্র। সৈকতের স্ত্রী স্বপ্না আক্তার দুই সন্তান নিয়ে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা বাবা হক্কানি বসুনিয়ার বাড়ীতে বসবাস করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান,সদস্য সচিব সহিদুল ইসলাম,নাজিমখান ইউনিয়ন যুবদল আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।