বরগুনার বেতাগীতে পুরনো সরকারি ব্রীজের মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওনকে এবং এক ভঙ্গারি ব্যবসায়ীসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।

শাওন মৃধা মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধার ছেলে।

মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বুধবার সকালে মোকামিয়া বাজারের নৈশপ্রহরী আমাকে জানায় বাজারের পুরনো একটি ব্রীজের ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছে কিনা তা আমি জানিনা।

ছাত্রলীগ নেতা শাওনের বাবা ও মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধা বলেন, মোমামিয়ার এক বাড়ি থেকে কিছুদিন আগে ১০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করে প্রশাসন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান জালাল গাজীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। চেয়ারম্যান এজন্য আমাকে দায়ি করে আসছে। মূলত রাজনৈতিক এই বিরোধের জন্যই সে মালামাল চুরির মিথ্যা ঘটনা সাজিয়ে পুলিশ দিয়ে আমার ছেলেকে আটক করিয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরনো একটি ব্রীজের মালামাল চুরির ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙ্গারি ব্যাবসায়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তারা মালামাল চুরির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, মোকামিয়া ইউনিয়নে পুরানো সরকারি ব্রীজের মালামাল চুরির যাওয়ার ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুইজন আটক হয়েছে। তারা স্বীকারও করেছেন তারা মালামাল চুরির সাথে জড়িত আছেন। মালামাল বরিশালের কোথায় বিক্রি করেছেন তারা সেটাও বলেছন। এসব মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।