নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিক নিহত একজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তিনি হলেন- আলমগীর হোসেন আলম (১৯)। বাঁশগাড়ি দিঘলিয়া কান্দি এলাকার জহর আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এ দ্বন্দ্বের জেরে এর আগে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। ওই সব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনায় মামলা ও পাল্টা মামলা রয়েছে। এর জের ধরে রোববার সকালে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষ চলাকালে আশরাফুল চেয়ারম্যানের সমর্থক আলমগীর ঘটনাস্থলে নিহত হন। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অপরজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দুইপক্ষ বাঁশগাড়িতে সংর্ঘষ শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি। বিস্তারিত পরে বলা যাবে।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ জানান, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইগ্রুপ সংঘর্ষ জড়ায়। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ বলেন, সংঘর্ষে ২ জন নিহতের তথ্য পেয়েছি। তাৎক্ষনিকভাবে একজনের নাম পরিচয় জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।