আপনার ঘর ও সংসার সাজাতে আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের পন্য সামগ্রীর সমাহার নিয়ে দিনাজপুরের হিলিতে শো’রুম শুভ উদ্বোধন হয়।
রবিবার সন্ধ্যায় হিলি চারমাথা মসজিদ সংলগ্ন ”স্বপ্ন পূরণ” নামের শো’রুমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি হারুন-উর-রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাহিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের অন্যতম সদস্য হযরত আলী, এনামুল খান, এনটিভির হিলি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম, শো’রুমের স্বত্বাধিকারী মোঃ রহমতুল্লা শৈকত, পরিচালক শাহাদত হোসেন, ম্যানেজার নাহিদ হোসেন সহ ক্রেতা ও কর্মচারীগন।
স্বপ্ন পূরণ শো’রুমের ম্যানেজার নাহিদ হোসেন বলেন, আমাদের কালেকশনে বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র, সোফা, আলমারী, চেয়ার-টেবিল ও ইলেকট্রিক পন্যের মধ্যে সকল কোম্পানীর মোবাইল ফোন, ফ্যান, লাইটার, চার্জার, মাইক্রো-ওভেন সহ নানান পন্য। তিনি আরো বলেন, ওয়ারেন্টি সহকারে শো’রুমের সকল পন্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়।