
ভূমি অধিগ্রহণকালীন প্রতিশ্রুতির বাস্তবায়ন, প্রকল্পের কারনে এলাকার জলাবদ্ধতা নিরসন ও পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণসহ ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদ্যসরা। রবিবার বিকেল সাড়ে তিনটায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ সড়কে এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এসময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃস্টি হয়।
এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আন্দোলনের প্রধান সমন্বয়ক রবিউল আউয়াল অন্তর, শহিদুল ইসলাম, রেজাউল প্যাদা, আবু বক্কর সিদ্দিক, যুবক মল্লিক, মেহেদী হাসান ইলিয়াসসহ আরো অনেকে।
শহিদুল ইসলাম বলেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের যোগ্যতানুযায়ী চাকরীসহ ক্ষতিগ্রস্থদের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবি বাস্তবায়ন করেনি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীলরা।
রেজাউল প্যাদা বলেন, ক্ষতিগ্রস্ত পারিবারের সদস্যদের প্রকল্পে চাকরীর প্রতিশ্রুতি থাকলেও প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম, প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা অর্থ সুবিধার বিনিময়ে শুধুমাত্র সিরাজগঞ্জ, ভোলা, গোপালগঞ্জের লোকজনকে চাকরী দিয়েছেন। প্রকল্পের কারনে একটি এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং অনাবাদি থাকছে। ক্ষতিগ্রস্তদের দাবীর মুখেও তা নিরসনে কোন উদ্যোগ নেয়নি।
মেহেদী হাসান ইলিয়াস বলেন, প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম তার বান্ধবী দূর্নীিতর দায়ে অভিযুক্ত এবং গ্রেফতার সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রতিষ্ঠান রাস এন্টারপ্রাইজ, লাম এন্টারপ্রাইজ, ইরা এন্টারপ্রাইজ, সুরাইয়া এন্টারপ্রাইজ, সালাম এন্টারপ্রাইজকে এককভাবে সকল কাজ দিয়ে লুটপাট করেছে। যার ফলে ক্ষতিগ্রস্তরা উপেক্ষিত হয়েছে।
এ মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবী বাস্তবায়িত না হলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য করুন