পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বাবু বিরেন চন্দ্র শীল (বি.এ.বি-এড)। তিনি উপজেলার ঘটকের আন্দুয়া হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল কবীর।

উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু বিরেন চন্দ্র শীল ১৯৮৫ সালের ২ মার্চ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপর এখানে দীর্ঘ পনেরো বছর শিক্ষকতা করে ১৯৯০ সালের ১ জানুয়ারি ঘটকের আন্দুয়া হাজী আশ্রাফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। বাবু বিরেন চন্দ্র শীল দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক শ্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিদ্যালয়টি জরাজীর্ণ শিক্ষাঙ্গন, ঝরে পড়া শিক্ষার্থীরোধ ও ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। তার নেতৃত্বে বিদ্যালয়টি অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত হয়েছে। সুসজ্জিত ভবন ও শ্রেণিকক্ষ, পরিপাটি অফিস, নিয়মিত পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তাঁর দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

প্রধান শিক্ষক বাবু বিরেন চন্দ্র শীল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধণ্যবাদ জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র/শিক্ষক ও সকলের জন্য উৎসর্গ করলাম।