ভোলায় শিশু ইশরাক হত্যাকান্ডের সাথে জড়িত বশির গংদের ফাঁসি ও মামলা তদন্ত কর্মকর্তার প্রত্যাহারের দাবীতে মানবন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আজ সোমাবর দুপুর ১২ টার দিকে ভোলার বোরহানউদ্দিন থানার সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধননে নিহতের স্বজনরা বলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের চৌকিদার বাড়ির প্রবাসী মো: শেখ ফরিদের সাথে পাশ্ববর্তী মো: বশিরের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষকে দমাতে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার ফরিদের ৫ বছর বয়সী শিশু ইশরাককে হত্যা করে বাগানে ফেলে রাখে মো: বশির গংরা। ঘটনার পরে নিহতের মা ইয়ানুর বেগম অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় মো: বশিরসহ তিনজনকে সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা মেহের অসীম মামলার বাদীকে থানায় জিজ্ঞাসাবাদের নামে সকাল সাড়ে ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত এনে রাখে। এবং বাদীকে জাকীর নামে একজন ব্যাড ট্যার্চ করেছে, এটি তার ছেলে দেখে ফেলায় জাকীর ইশরাকে হত্যা করেছে বলে স্বীকারউক্তি দিবে বলে। এ ঘটনায় আমরা মামলার তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও মামলাটি পিবিআই অথবা সিআইডির কাছে হস্তান্তরের অনুরোধ করেন।

এসময় বক্তব্য রাখেন, নিহতের মা ইয়ানুর বেগম, মামা কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ন সম্পাদক সাগর হাওলাদার, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন খান বোরহানউদ্দিন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল সহ প্রমূখরা।