
পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন।
বুধবার সকাল সাড়ে আটটায় গীর্জায় গীর্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। ভক্তরা অতীতের সকল পাচ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন।
এর আগে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের খিষ্ট্রান পল্লী, দুমকীর খ্রিষ্টান পল্লী ও কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীতে আলোকসজ্জ্বা ও কীর্তনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পিঠা ও পায়েস সহ বাহারী খাবার তৈরী করেন নারীরা।
খ্রিষ্টান ধর্মালম্বীদের এ উৎসব ঘিরে তাদের পল্লীগুলোতে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক থানা পুলিশ ও ডিবি পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন