
বরগুনার তালতলী উপজেলায় উপকূলের ইলিশ ও জেলে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘ওয়াটারকিপাস বাংলাদেশ’ এর আয়োজনে অর্ধশতাধিক জেলে ট্রলার মালিক কর্মশালায় অংশগ্রহণ করেন। ‘ওয়াটারকিপাস বাংলাদেশ’ এর ব্যবস্থাপক মো. ইকবাল ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা। কর্মশালায় উপকূলের ইলিশ প্রজনন বৃদ্ধি ও জেলেদের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। উক্ত কর্মশালায় ‘ওয়াটারকিপাস বাংলাদেশ’ এর গণযোগাযোগ ও অধিপরামর্শ কর্মকর্তা দেওয়ান নূরতাজ আলম প্রমুখ।
মন্তব্য করুন