
পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন।
প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন সফল করতে রোববার ১০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রচারণামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে এ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পুনর্মিলনী সফল করতে সকলের প্রতি আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ন-আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, ১৯২৮ সালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০২৮ সালে এ বিদ্যালয় ১০০ বছর পূর্ণ করবে। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা এ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বরকে সামনে রেখে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করার জন্য প্রয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ০১৭১০-৮৫৮৮১৪ এবং ০১৭৯৫-৬৯১৩৭১ এ মোবাইল ফোন নম্বরে কল করে নিবন্ধন করতে পারবেন বলে জানান আয়োজক কতৃপক্ষ।
আয়োজক কমিটির অন্যতম সদস্য নেছার উদ্দিন আহমেদ টিপু জানান, প্রাণের বিদ্যাপীঠ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আশা করছি সকলের অংশগ্রহণে ইতিহাস সেরা একটি অনুষ্ঠান করতে পারবো।
মন্তব্য করুন