
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাশি জামে মসজিদ প্রাঙ্গনে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ, প্রতিরোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।
সভায় মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, মির্জাপুর ক্যাম্প বিট অফিসার এসআই জামাল উদ্দিন প্রমুখ।
এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া মাস্টার ও মো. আজাদ মিয়া প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে হুশিয়ারী প্রদান করে পুলিশিং কাজে সকলের সহযোগিতা কামনা করা হয় পুলিশের পক্ষ থেকে।
সভায় মসজিদের ঈমাম, ইউপি সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন