
আওয়ামীলীগ-এর সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আজ সোমবার (২২ মে) বিকাল ৫টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুনের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
এসময় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল রহমান লিটন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামিন হোসেন চলন্ত, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন