
শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩০ বছর পুর্তি উৎসব নানা কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ বুধবার দুপুর ১২ টায় এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল ব্রাঞ্চে আনুষ্ঠানিক কেক কেটে ৩০ বছর পুর্তি অনুষ্ঠানের সুচনা করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসীন মিয়া।
আরো উপস্হিত ছিলেন গ্রীনলিফ ইনোভেশন লিমিটেডের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ব্যবস্হাপনা পরিচালক সুব্রত দাশ, ব্রিটিশ বাংলা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক নাঈম সরফরাজ, লন্ডন প্রবাসী, সফল নারী উদ্যোক্তা ও কাজী এন্ড আজাদ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী কাজী আয়েশা মনি, রাশেদ কনস্ট্রাকশান এর স্বত্বাধিকারী রাশেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেবাংশু সেন, আওয়ামী লীগ নেতা বদরুল আলম শিপলু, নোয়াখালী ষ্টোরের স্বত্বাধিকারী ও রোটারিয়ান ফেরদৌস আলম, ব্যবসায়ী ফয়সল আহমদ, এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান প্রমুখ।
প্রসঙ্গত: ১৯৯৩ সালে এনসিসি ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং যাত্রা শুরু করে। বর্তমান
দেশে এনসিসি ব্যাংকের ১৩১ টি শাখা রয়েছে। এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা প্রতিষ্ঠিত হয় ২০১১ সালের ডিসেম্বরে।
মন্তব্য করুন