পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে । সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই ট্যাব বিতরণ করা হয়।
উপজেলার ২৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১৬২ জন কৃতী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।

একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ট্যাব বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান (অঃ দাঃ) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার,উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা,সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল ব্যাপারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার,মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল বাসার নাসির হাওলাদার,পটুয়াখালী জেলা পরিসংখ্যান কার্য্যালয়ের উপ-পরিচালক মোঃ সরোয়ার কামাল টারজান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন প্রমূখ।
২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।