পটুয়াখালীতে ” হে নুতন, দেখা দিক আরবার” এ শ্লোগান নিয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী-১৪৩১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

সোমবার রাত ৮ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পটুয়াখালী শাখার সভাপতি গাজী মঈনউদ্দিন টারজনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটু’র উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট সৌমেন্দ্র লাল শৈলেন। বাদ্যযন্ত্রে ও নৃত্য এবং সঙ্গীতে অংশগ্রহন করেন এ্যাডভোকেট লিটন বণিক, সঞ্চিতা দাস, শারমিন সুলতানা নিতু, অন্দিতা কর্মকার, পুতুল মিত্র, সৃজিতা দাস, দোলা দাস, দেব দুলাল সমাদ্দার, পংকজ কর্মকার, রবিউল আমিন বাবুল, নুপুর সাহাসহ অন্যান্য শিল্পীবৃন্দ।