পটুয়াখালীতে টেকসই অর্থনীতি বিনির্মানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের  সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মো আব্দুল হক তালুকদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার,  জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন,  পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন।

সভায় বক্তারা বলেন- বাংলাদেশের অভ্যুদয়ের মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। একটি আত্মনির্ভরশীল জাতি গঠন, দারিদ্র্য, ক্ষুধা ও অনাহারমুক্ত একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও আমরা কাংখিত লক্ষ্যে পৌছার অপেক্ষায় আছি। একটি মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত হওয়ার জন্য প্রয়োজন আত্মমর্যাদা সম্পন্ন স্বনির্ভর দক্ষ মানবসম্পদ সৃষ্টি। এর জন্য স্বশিক্ষিত ও কারিগরি জ্ঞানসমৃদ্ধ জাতির বিকল্প নেই।