পটুয়াখালীর দুটি ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

তীব্রতাপদা‌হের ম‌ধ্যে ন‌জির‌বিহীন নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। ইউনিয়ন দুটি হচ্ছে- সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন ও কমলাপুর ইউনিয়ন।

আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে  বিকেল ৪টায় শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

এদিকে ভোটারদের স্বাস্থ্য সমস্যা হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে কাজ করেছে মেডিকেল টিম।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য ৯, সাধারণ সদস্য ২৫ জন। কমলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত সদস্য ৮, সাধারণ সদস্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই ইউনিয়নে ১৮টি ভোটকেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন সুষ্ঠ করতে দুই ইউপিতে ১২ জন ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন র‍্যাব সদস্য ছাড়াও প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ভোটাররা জানান, ভোটের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ  সারাদিন এমন পরিবেশ বিরাজ করায় তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন এই আসা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সারমিন সুলতানা জানান, এ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে।