গাইবান্ধার সাঘাটা উপজেলার বিলবস্তা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার একই পরিবারের ৫ সদস্য গুরুতর আহত হয়। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা শান্তা ও ছেলে রবি মারা যান। নিহতরা উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের ছেলে রবি(১৪) ও আব্দুল আজিজ দুদুর মেয়ে শান্তা (৩৫)। এছাড়াও আহতরা হলেন আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা (১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও আব্দুল আজিজ দুদুর স্ত্রী।

তারা সবাই বগুড়ায় ঈদের কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ীতে ফেরার পথে এদুর্ঘটনার স্বীকার হন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সাঘাটা-গাইবান্ধা সড়কের বিলবস্তা নামক স্থানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি প্লান মেশিনের সাথে বগুড়া থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিলে সিএনজি চালিত অটো রিকশায় থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখারে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা শান্তা ও ছেলে রবি মারা যায় এবং বাকিদের চিকিৎসা চলছে।

সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটো রিকশাটি আটক করে থানায় নিয়ে আসেন। চালক পলাতক বলে জানা যায়।