দিনাজপুরের হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুইটি কারখানা মালিককে ৮৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

এসময় তিনি একটি লাইসেন্স দিয়ে দুটি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে রিমা লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া লাইসেন্স না থাকায় আকাশ লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।