২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দিনের আলো ফোটার সাথে সাথে কাজীর চার ইউনিয়ন খাসেরহাট বাজার সংলগ্ন বীর শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে
মুলাদী উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু চেয়ারম্যান মুলাদী উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক মুলাদী উপজেলা আওয়ামী লীগ,উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল,মুলাদী থানা অফিসার ইনচার্জ,মোঃ জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন, পিআইও হানিফ শিকদার, উপজেলা প্রকৌশলী তানজলুর রহমান,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সকাল ১১ ঘটিকায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মহাসিন উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শুকুর আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন খান, সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডে নেতৃবৃন্দ, অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আজ স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধা গ্রস্ত করতে এখনো সক্রিয় রয়েছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।