পটুয়াখালীর কলাপাড়ায় ডাল খেতে বিষ প্রয়োগের ফলে ৫ শতাধিক কবুতরসহ বেশ কিছু বন্যপাখির মৃত্যু হয়েছে। এরফলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে ওই এলাকার অর্ধশতাধিক খামারী। শনি ও বরিবার দুইদিনে নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার কৃষক মেহেদী শেখ তার খেতে বিষ প্রয়োগের ফলে এসব পাখি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।
উল্লেখ্য, গত বছরও ওই এলাকার কৃষিক্ষেতে বিষ প্রয়োগের ফলে বেশ কিছু কবুতর মারা পড়েছিলো বলে স্থানীয়রা জানান।

এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর টিম লিডার রাকায়েত আহসান এ ঘটনা ঘটার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে এনিমেল লাভার্স কলাপাড়া শাখার সদস্য ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক জানান, বন্য পাখি হত্যা বন্ধে কৃষকদের সচেতনতাসহ অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্র্রহনের আশ্বাস দেন তিনি।