
পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটা বাজারে অগ্নিকান্ডে একটি স্ব-মিলের একাংশ ও তিনটি বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মহিষকাটা বাজারে দক্ষিন পূর্ব পাশে স্থাণীয় মাসুদ খানের স্ব-মিলের পাশের্^ বসতঘরের রান্নাঘর থেকে আগুন বের হতে দেখে স্ব-মিলে শ্রমিকরা ডাক-চিৎকার করে। এসময় বাজার ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন, মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী উপজেলা বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডের ঘটনায় মাসুদ খানের স্ব-মিলের একাংশ ও বসতঘর এবং স্ব-মিলের পাশের্^ হাবিবুর রহমানের বসতঘর সহ ৩টি বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে মির্জাগঞ্জ এবং বেতাগী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহোযোগীতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। স্থাণীয় স্ব-মিল মালিক মাসুদ খানের বসতঘরের রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
মন্তব্য করুন