সরকার কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সি ‘মুফতী হজ্ব গ্রুপ’ এর হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মশালায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রায় ৩৩৯ জন হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা দেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ খোরশেদ আলম সিরাজী, মুফতী মাওলানা ফেরদাউস আহমেদ, মুফতী মোঃ এমদাদ হোসেন, মাওলানা মোঃ মুহসিন, রাজনৈতিক নেতা মোঃ কাইয়ুম খান প্রমুখ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মুফতী নুর মোহাম্মদ কাশেমী।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, হজ্ব আল্লাহর প্রদত্ত একটা ফরজ আমল। যাদের উপর আল্লাহর তৌফিক আছে তাদের হজ্ব পালন করা ফরজ। তাই যাদের তৌফিক আছে তারা হজ্ব পালন করবেন। হজ্ব পালনের মাধ্যমে আল্লাহর দিদার ও তার রাসূল হজরত মুহাম্মদ স. এর পথ পাওয়া যায়। বক্তারা উপস্থিত সকল হজ্ব যাত্রীদের হজ্বের প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন বিষয়ে মৌখিক পরামর্শ প্রদান করেন।